𓆉বাংলাদেশ প্রিমিয়র লিগের টিকিট নিয়ে বাংলাদেশে꧑ বিক্ষোভ। ভেঙে ফেলা হল স্টেডিয়ামের গেট। আসলে বিপিএল-এর টিকিট নিয়ে রবিবারই দর্শকদের মধ্যে বিক্ষোভ দেখা গিয়েছিল। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা করে বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে সমস্যা হতে থাকে।
ঘটনার সূত্রপাত কোথা থেকে-
ঘটনার সূত্রপাত হয়েছিল রবিবার। বিসিবি এদিন দুপুর পর্যন্তও ঘোষণা করেনি, টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের দামই বা কত। ওদিকে টুর্নামেন্টের আগের দিꦬন যেহেতু, তাই রবিবার সকালেই অনেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের টিকিট বুথে হাজির হন টিকিট কিনতে। কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় হইচই, বিক্ষোভ মিছিল। একপর্যায়ে বিক্ষুব্ধ দর্শকেরা শেরে বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেট জোর করে খুলে ঢুকে পড়েন স্টেডিয়াম কমপ্লেক্সের ভিতর। পরে পরিস্থিতি সামলে দুপুরের দিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় টিকিটের বৃত্তান্ত। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন…. ভিডিয়ো: যশস্বী জসওয়াল নিশ্চি💜তভাবে এটা জানত যে সে বলটা মেরেছিল: প্যাট কা💝মিন্স
দর্শকরা মিরপুরে ভাঙচুর চালায়-
এরপরে নির্ধারিত জায়গা থেকে দর্শকরা টিকিট পাচ্ছিলেন না। সোমবার উদ্বꦏোধনী ম্যাচ শুরুর আগেই বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালায়। জানা যায়, সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অবস্থান নেন দর্শকরা। একটা সময়ে কিছু দর্শඣক ব্যানার ও ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ দর্শকরা শের-ই-বাংলার প্রধান গেটটিকেও ভেঙে ফেলেন। এরপরে স্টেডিয়ামের কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।
আরও পড়ুন…. ভ🅘িডিয়ো: এটা একেবা💜রে ভুল সিদ্ধান্ত- যশস্বীর আউটের পরে বাংলাদেশি থার্ড আম্পায়ারের ওপর রেগে গেলেন গাভাসকর
এগিয়ে আসতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে
এরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবে সকলেই অবাক হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন এই ছবি বিশ্ব ক্রিকেটে ভালো বার্তা বহন করবে না। সোমবার দুপুরে বিপিএলের প্রথম ম্যাচꦗে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
আরও পড়ুন…. Boxing Day Test: জেতার সুযোগ পেয়েছিলাম, সেটা কাজে লাগাতে পারি𝓰নি- নিজেদের দোষ স্বীকার করলেন রোহিত শর্মা
বিসিবি-র বিরুদ্ধে মিছিল দেখা যায়-
বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি ক൩রার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনও বুথে টিকিট বিক্রি হচ্ছে না। টিকিট নিয়ে বিশৃঙ্খলা গতকাল থেকেই দেখা যাচ্ছিল। টিকিটপ্রত্যাশী দর্শকেরা টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেছিলেন।
টিম বাস অন্য গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে-
ম্যাচের দিন টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এরপরে স্ট🍎েডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিন💮ায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তাঁরা। ২ নম্বর গেট ভাঙায় ম্যাচের দিন টিম বাস ২ নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে।