গত ৬ জানুয়ারি ছিল রু♈দ্রনীল ঘোষের জন্মদিন। এই বছর তিনি ৫০ বছরে পা দিলেন। আর তাঁর এই সুবর্ণ জয়ন্তী জন্মদিনে বসেছিল চাঁদের হাট। সেখানেই এদিন দেখা গেল রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁকে জমি🍸য়ে নাচতে।
আরও পড়ুন: 'দুর্দান্ত হোমমেকার' নুসরত! বেটার হাফের জন্মদিনে আদুরে✃ বার্তায় যশ লিখলেন, 'তোমায় পেয়ে কৃতজ্ঞ'
রুদ্রনীলের জন্মদিনে বার্থডে বয়ের সঙ্গে নাচ রূপা গঙ্গোপাধ্যায়ের
এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিটি সিনেমার সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে রূপা গঙ্গোপাধ্যা🅺য়ের হাত ধরে ড্যান্স ফ্লোর কাঁপাচ্ছেন রুদ্রনীল। নেপথ্যে বাজছে দোস্তানা ছবির তু হ্যায় তো আই উইল বি অ🌟লরাইট গানটি।
প্রসঙ্গত রুদ্রনীল ঘোষের জন্মদিনে
রুদ্রনীলের জন্মদিনের একাধিক ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যায় একটি টেবিলের উপরে রাখা কেক। আর তার সামনেই দাঁড়িয়ে আছে🌃ন বার্থডে বয়। তাঁকে ঘিরে ধরেছেন তাঁর বন্ধুরা। নেপথ্যে বাজছে ডিজে। ১, ২, ৩.... গুনেই গোটা ফ্লোর বার্থডে সংয়ে ভেসে গেল। বন্ধুদের শুভেচ্ছা বার্তার মধ্যে কেক কাটলেন রুদ্রনীল। আর কেক কেটেই তিনি প্রথমে সেটা খাওয়ালেন পরিচালক, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এরপর তাঁকে ধরে রীতিমত কেক মাখান উপস্থিত সকলে। এদিন রুদ্রনীল ঘোষের জন্মদিনে একদিকে যেমন তাঁর টলিউডের বন্ধুদের দেখা গেল তেমনি দেখা মিলল বিজেপির বেশ কিছু নেতাকে। এসেছিলে🍷ন জিতু কমল, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রমুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রমুখ। এসেছিলেন ইন্দ্রদীপ দাসগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রানা সরকার, প্রতিম ডি গুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, শিলাজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমুখ। এদিন তাঁকে জন্মদিনের উপহার হিসেবে ফিডিং বোতল দেওয়া হয়েছে। আর সেই ভিডিয়ো রীতিমত ভাইরাল।
রুদ্রনীল ঘোষের কাজ
রুদ্রনীল ঘোষকে আগামীꦑতে দেখা যাবে হাওয়া বদল ছবিটিতে। পরমব্রত🌠 চট্টোপাধ্যায় এবং তিনি আবারও ১২ বছর পর একসঙ্গে ধরা দেবেন পর্দায়। হাওয়া বদল ছবিটিতে তাঁদের জুটি, রসায়ন দারুণ মনে ধরেছিল দর্শকদের। তাই সকলেই মুখিয়ে আছেন এই ছবিটির জন্য। এসকে মুভিজের প্রযোজনায় আসছে এই ছবিটি।