🌺 টলিউডের অন্যতম রিয়েল এবং রিল লাইফ হিট জুটি তাঁরা। একসঙ্গে উপহার দিয়েছেন একাধিক ছবিও। মাঝে মধ্যেই দিয়ে থাকেন কাপল গোল। আর এদিন নুসরতের জন্মদিনে আদুরে বার্তায় বেটার হাফকে শুভেচ্ছা জানালেন যশ।
নুসরতের জন্মদিনে কী লিখলেন যশ?
🍃এদিন যশ দাশগুপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন নুসরত জাহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। সেখান দেখা যাচ্ছে তাঁরা একটি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ভরপুর রোম্যান্স করছেন। কখনও নায়িকার হাত ধরে নাচছেন, তো কখনও তাঁকে কোলে তুলে নিচ্ছেন। গোধূলির আলোয় চুমুও খান বেটার হাফকে।
🔯এদিন এই ভিডিয়ো পোস্ট করে 'সেন্টিমেন্টাল' অভিনেতা লেখেন, 'আরও অনেক হাসি, অ্যাডভেঞ্চার এমনকি সেই ছোট ছোট ঝগড়াগুলো যেগুলো আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী বানায় সেটার জন্য। ঈশ্বর তোমার মনস্কামনা পূর্ণ করে তোমায় সমস্ত খুশি দিক, কারণ তোমার সেটা প্রাপ্য। তুমি শক্তিশালী, স্বাধীন মহিলা এবং একজন মিষ্টি হোমমেকারের পারফেক্ট ব্যালেন্স।'
♛এদিন যশ দাশগুপ্ত আরও লেখেন, 'আমি ভীষণ কৃতজ্ঞ তোমায় আমার জীবনে পেয়ে। একসঙ্গে আরও এক বছর ধরে দুর্দান্ত স্মৃতি বানানোর জন্য উল্লাস! জন্মদিন দারুণ কাটুক।'
🍷অনেকেই এদিন যশের পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে, ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো সব সময়।' আরেকজন লেখেন, 'একেবারে মেড ফর ইচ আদার।' তৃতীয় ব্যক্তি লেখেন, ‘শুভ জন্মদিন নুসরত। খুব ভালো লিখেছেন যশ। ভালো লাগল।’
আরও পড়ুন: '🐼আমরা যে সিনেমা করি তাতে ইন্ডাস্ট্রি চলবে না' বক্স অফিসে ব্লকবাস্টার হিট খাদান, তাও কেন এমন বললেন যিশু?
যশ এবং নুসরতের কাজ
🌌যশ দাশগুপ্তকে শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন নুসরত জাহানও। এই ছবিটি তাঁদের প্রযোজনা সংস্থা বানিয়েছে। আগামীতে তাঁদের দেখা যাবে আড়ি ছবিতে। এখানে তাঁদের সঙ্গে থাকবেন মৌসুমী চট্টোপাধ্যায়ও। বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে।