😼 এর আগে টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত দেব-জিতের মন কষাকষির কথা। আবার দেব-জিৎ ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝগড়াঝাঁটির ছবিও নতুন নয়। তবে অনুরাগীরা যতই ঝগড়া করুন না কেন, দেব-জিৎ-এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র শত্রুতা নেই, রয়েছে ভালোবাসা, আর একে অপরের প্রতি শ্রদ্ধা। আর তাই 'খাদান' মুক্তির সময় দেবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি টলিউডের 'বস' জিৎ। আর এবার জিৎদার প্রতি ভালোবাসা ফিরিয়ে দিলেন সুপারস্টার দেব।
কিন্তু কীভাবে?
🤡এবার তাঁর প্রিয় জিৎদা, টলি কুইন কোয়েল-কে ডেডিকেট করে গান গাইল 'খাদান' টিমের দুই গায়ক রথিজিৎ ও রিতম সেন। বাংলা ব্লকবাস্টার ছবি '১০০% লাভ' ছবির টাইটেল ট্র্যাকটি গেয়ে শোনালেন তাঁরা। আর তাঁদের সঙ্গে তালি দিয়ে সমানে তাল মিলিয়ে গেলেন দেব। সেই টিমে দেখা মিলল দেবের নায়িকা ইধিকা পালেরও। তাঁকেও গলা মেলাতে দেখা গেল। সুপার হিট গানের সুপার হিট লাইন 'ইটস অ্যা ১০০% লাভ..লাভ..লাভ' জিতের স্টাইলে গাইতে দেখা দেবকে। পাশ থেকে একঝলক দেখা গেল খাদান পরিচালকসুজিত রিনো দত্ত সহ টিমের অন্যান্যদেরও। আর এই সবটাই ঘটেছে টিম খাদান-এর বাসে।
🐟আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?
🐽আর এই ভিডিয়ো পোস্ট করে দেব জিৎ ও কোয়েলকে ট্যাগ করে লিখেছেন, ‘থ্যাঙ্কু জিৎদা, তোমার ভালোবাস ও শুভেচ্ছার জন্য। আমাদের খাদান টিমের তরফে তোমার জন্য আর টলিকুইন কোয়েলের জন্য রইল এক টুকরো ভালোবাসা।’
𒐪প্রসঙ্গত, এর আগে 'খাদান'-এর সাফল্যের জন্য দেব ও টিম খাদানকে শুভেচ্ছা জানিয়ে X(টুইটার)এ পোস্ট করেছিলেন জিৎ। একইসঙ্গে দেবকে আরও বেশি করে কমার্শিয়াল ছবি করার অনুরোধও জানিয়েছিলেন দেব।
෴গত ১৯ ডিসেম্বর প্রিয় জিৎদার পাঠানো শুভেচ্ছাবার্তার উত্তরেই পাল্টা এই পোস্ট করেন সুপারস্টার দেব।