মনমোহন সিংয়ের প্রয়াণের পরপরই কংগ্রেসকে তোপ দেগেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা। তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর পর দলের তরফ থেকে শোক জ্ঞাপনের জন্যে কোনও ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়নি। শর্মিষ্ঠার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হয়েই ব্যাট ধরেছিলেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি সেই ক্ষেত্রে কোভিডের যুক্তি খাড়া করেছিলেন। আর দাদার সেই যুক্তি শুনে আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন শর্মিষ্ঠা। অভিজিৎকে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। (আরও পড়ুন: ꧅দেশের ৩১ জন CM-এর মধ্যে দরিদ্রতম তিনি, জানেন এহেন মমতার মোট সম্পত্তি কত?)
আরও পড়ুন: 𝓡ইউনুসের 'U টার্ন', সংবিধান বদল নিয়ে জল্পনার মাঝে বড় ঘোষণা বাংলাদেশ সরকারের
আরও পড়ুন: ꦅএবারে কত শতাংশ হারে বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ? বছর শেষে সামনে এল যে তথ্য…
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাব করেছিলেন দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করা হোক। এই নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা শুরু হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই শর্মিষ্ঠা অভিযোগ করেছিলেন, তাঁর বাবা মারা যাওয়ার সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোনও শোক সভা করেনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে তিনি বলেছিলেন, 'কংগ্রেসের এক প্রবীণ নেতা আমাকে বলেছেন যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য শোকসভার ডাকার কোনও ঐতিহ্য নেই। এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার বাবার ডায়েরি থেকে জানতে পেরেছি যে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের মৃত্যুতে সিডব্লিউসি একটি শোক সভার আয়োজন করেছিল এবং আমার বাবা নিজেই শোকবার্তার খসড়া তৈরি করেছিলেন। (আরও পড়ুন: 🅷ফের পারদ নামতে পারে কলকাতায়? বাংলায় ঠান্ডার আমেজ থাকবে ক'দিন?)
আরও পড়ুন: 🎃১ জানুয়ারি থেকে UPI, FD থেকে পেনশনের নিয়মে পরিবর্তন! সঙ্গে বাড়বে গাড়ির দামও
তবে শর্মিষ্ঠার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রণবপুত্র বলেন, আসলে কোভিডের সময় নানা বিধিনিষেধ ছিল। সেক্ষেত্রে জমায়েত করা যায়নি। আর সেই যুক্তির পালটা তোপ দাগলেন শর্মিষ্ঠা। দাদাকে নিয়ে তিনি এক্স পোস্টে লেখেন, 'এমন ব্যক্তিকে দেখে আমি লজ্জিত। যে কি না ছোটখাটো কিছু পাওয়ার জন্য এমন একটি দলে পুনরায় যোগদান করতে চায়, যার অনুগামীরা তাঁর বাবাকে দিনরাত জঘন্যভাবে গালি দেয়। তিনি সত্যিই 'ডেন্টেড-পেইন্টেড'। অসুস্থ।' উল্লেখ্য, ২০১২ সালে নির্ভয়া কাণ্ডে প্রতিবাদীদের নিয়ে বিতর্কিত 'ডেন্টেড-পেইন্টেড' মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। (আরও পড়ুন: 💙বাংলাদেশে একরাতে বদলাল পরিস্থিতি! 'দেশি-বিদেশি ষড়যন্ত্র…', সামনে বিস্ফোরক দাবি)
আরও পড়ুন: ♍কবে 'টেক মল' হিসেবে আত্মপ্রকাশ ঘটছে 'দ্য স্টেটসম্যান হাউজের'? সামনে নয়া আপডেট
🐈এদিকে প্রণব মুখোপাধ্যায়কে 'আরএসএস ঘনিষ্ঠ' বলায় কংগ্রেস সমর্থকদেরও তোপ দেগেছেন শর্মিষ্ঠা। তিনি একটি পোস্টে এই নিয়ে লেখেন, 'আরএসএস সদর দফতরে গিয়েছিলেন বলে আমার বাবাকে যে রাহুল ভক্ত চ্যালারা 'সঙ্ঘি' বলে কটাক্ষ করেছে, আমি তাদের বলছি, সাহস থাকলে নিজের নেতাকে প্রশ্ন করুন, কেন তিনি সংসদে নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছিলেন? এই মোদীকেই রাহুলের মা 'মৃত্যুর ব্যবসায়ী' বলে আক্রমণ শানিয়েছিলেন। তাহলে তোমাদের যুক্তিতে তো রাহুল গান্ধীও মোদীর সহযোগী হবেন।' এরপর রাহুলকে আক্রমণ শানিয়ে শর্মিষ্ঠা লেখেন, 'এই একদল বোকা এবং মানসিক ভারসাম্যহীন মানুষদের নিয়ে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা রাহুল গান্ধীকে শুভেচ্ছা। এবার আমার বিরুদ্ধে বিদ্বেশের দোকানদারদের লেলিয়ে দিন। আমার তাতে কিছু যায় আসে না।'