Dubai Gangstar Shariq Satha: সম্ভালের হিংসা ঘিরে নাম উঠছে দুবাইয়ের গ্যাংস্টার শারিক সাথার! ঘনিষ্ঠতা দাউদ, ISIর সঙ্গেও?
2 মিনিটে পড়ুন Updated: 30 Dec 2024, 03:08 PM IST෴কে শারিক সাথা? কেন পুলিশের সন্দেহে দুবাইয়ে বসবাসকারী এই গ্যাংস্টার?
෴কে শারিক সাথা? কেন পুলিশের সন্দেহে দুবাইয়ে বসবাসকারী এই গ্যাংস্টার?
ও উত্তর প্রদেশে গত ২৪ নভেম্বর সম্ভালে হিংসার ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসছে দুবাইয়ের গ্যাংস্টার শারিক সাথার নাম। পুলিশ সন্দেহ করছে, 'পলাতক' গ্যাংস্টার শারিক ‘হিংসার আয়োজন’ করেছে, দেশের বাইরে বসেই। পশ্চিম উত্তর প্রদেশের বাসিন্দা শারিক বর্তমানে আমিরশাহিতে থাকে। বিস্ফোরক তথ্যে দাবি করা হচ্ছে, শারিকের সঙ্গে ভারতের 'মোস্ট ওয়ান্টেড' দাউদ ইব্রাহিম ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে।
🌳পুলিশি তদন্তের গতিপ্রকৃতি বলছে, এক সন্দেহজনক টাকার লেনদেন সদ্য দেখা গিয়ে সম্ভাল ও বিদেশের কার্তুজ তৈরির সঙ্গে জড়িত কয়েকজনের মধ্যে। কিছুদিন আগেই সম্ভালে হিংসার ঘটনার তদন্তে নেমে উত্তর প্রদেশের পুলিশে, সম্ভালের ঘটনার কেন্দ্রে থাকা মসজিদের কাছ থেকে পাকিস্তান ও অন্য দেশে তৈরি বুলেট উদ্ধার করে। তখন থেকেই পুলিশের সন্দেহ, এই হিংসার নেপথ্যে বিদেশি হাত থাকতে পারে। যদিও একটি সূত্র বলছে, এলাকায় তুরস্ক ও পাঠান মুসলিমদের সংঘাত ঘিরেও নজর ছিল তদন্তকারীদের।