আইএসএলের নিয়ম অনুযায়ী, লিগ তালিকায় থাকা প্রথম ছ’টি দল প্লে-অফে টিকিট পায়। আগে প্রথম চারটি দল নক-আউটে উঠত। কিন্তু লিগে প্রতিযোগিতার বাড়ানোর জন্য বর্তমানে প্রথম ছ’টি দল নক-আউটের টিকিট পায়। আইএসএলের লিগ তালিকায় যে দল এক নম্বরে থেকে মরশুম শেষ করে তারা শিল্ড পায়। তারা এশিয়ার সেরা ক্লাব লিগ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে।
🦄কলকাতার দুই শতাব্দীপ্রাচীন ক্লাব অংশগ্রহণ করার ফলে আইএসএলের মাত্রা অন্য পর্যায়ে চলে গিয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দ্বৈরথই এই লিগের সেরা আকর্ষণ। তবে ২০২২-২৩ সাল পর্যন্ত আইএসএলের কলকাতা ডার্বিতে একচ্ছত্র আধিপত্য বজায় থেকেছে মোহনবাগানের। ছ'টি ডার্বির মধ্যে ছ'টিতেই জিতেছে মোহনবাগান। এই মরশুমে অবশ্য প্রথম ডার্বিতে (ডুরান্ড কাপের ডার্বিতে) জিতেছিল ইস্টবেঙ্গল। তবে ডুরান্ড ফাইনালে জিতেছিল মোহনবাগান।২০২২-২৩ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান (তখন নাম ছিল এটিকে মোহনবাগান)। এই বছর তারা তাদের নামও পরিবর্তন করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আগের বছরের হতাশাজনক পারফরম্যান্স ঝেড়ে ফেলে এই বছর নতুন উদ্যমে নামতে চলেছে। মোহনবাগান তাদের কোচ বদল না করলেও ইস্টবেঙ্গল নতুন কোচ এনেছে। গতবারের সৌজন্যে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে মুম্বই সিটি এফসি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় এবার এএফসি কাপ খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট।
২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। ম্যাচ আয়োজনের দায়িত্বে কেরল। এবারের লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ দল অংশগ্রহণ করেছে ১২। কোন কোন দল আছে? বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরল ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। পঞ্জাব এফসি গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সুবাদে আইএসএলে সুযোগ পেয়েছে।
ꦰএবারের লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ দল অংশগ্রহণ করেছে ১২। ২০১৪ সালে আইএসএলের সূচনার সময় আটটি দল ছিল। ২০১৬ সাল পর্যন্ত আটটি দল ছিল। ২০১৭-১৮ সাল থেকে তা বেড়ে দাঁড়ায় ১০। ২০২০-২১ সালে যোগ দেয় কলকাতার দুই প্রধান - মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এটিকের সঙ্গে সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগান হিসেবে মাঠে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর এসসি ইস্টবেঙ্গল নামে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে ইস্টবেঙ্গলের নামের সামনে থেকে এসসি সরে যায়। আর এই মরশুম থেকে এটিকে সরে গিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলছে।
FAQ's
২০২২-২৩ পর্যন্ত আইএসএলে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি পরিসংখ্যান কেমন?
আইএসএলের কলকাতা ডার্বিতে একচ্ছত্র আধিপত্য বজায় থেকেছে মোহনবাগানের। ছ'টি ডার্বির মধ্যে ছ'টিতেই জিতেছে মোহনবাগান।
আইএসএলের প্রথম কয়েক বছর খেলেনি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেটা কত বছর?
২০১৪ সালে আইএসএল শুরু হয়। ২০২০-২১ মরশুম থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল যুক্ত হয়। অর্থাৎ আইএসএলের প্রথম ৬ বছর খেলেনি দুই প্রধান।
কোন বছর আইএসএলে দলের সংখ্যা বেড়ে ১০ হয়?
২০১৬ সাল পর্যন্ত আটটি দল ছিল। ২০১৭-১৮ সাল থেকে তা বেড়ে দাঁড়ায় ১০।
আইএসএলে কি এবার অবনমন আছে?
না, এবারও আইএসএলে অবনমন হয়নি। অর্থাৎ এবারও সব দল থাকবে।