বরফের চাদরে ঢাকা কেদারনাথ, বানিহাল-শ্রীনগরে তাক লাগানো সৌন্দর্য
Updated: 29 Dec 2024, 06:33 PM IST Laxmishree Banerjee ﷽শ্রীনগরে তুষারপাত। সাদা বরফে ঢেকেছে গাছপালা। দেখে মনে হচ্ছে যেন 'উইন্টার ওয়ান্ডারল্যান্ড।' জম্মু ও কাশ্মীরের বানিহালকেও ঘিরে রেখেছে সাদা বরফের চাদর। মাইনাস ডিগ্রি তাপমাত্রায়, স্বর্গীয় প্রকৃতির দর্শনে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। ওদিকে, প্রবল তুষারপাতের পর উত্তরাখণ্ডের কেদারনাথও বরফের চাদরে ঢাকা পড়েছে।