🐎 মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগে তৃণমূলে যোগদান করলেন সন্দেশখালির সুজয় মাস্টার। রবিবার রাতে দলীয় নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। সুজয় মাস্টারকে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের মেন্টর বলে দাবি করে থাকেন অনেকে। ওদিকে শুভেন্দু অধিকারীর দাবি, চাপের মুখে তৃণমূলে যোগদান করতে বাধ্য হয়েছেন সুজয় মাস্টার। সেকথা তাঁকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন তিনি।
এদিন pi
🀅সুজয় মাস্টারের তৃণমূলে যোগদান নিয়ে রেখা পাত্র বলেন, ‘সন্দেশখালি আন্দোলনের সময় তৃণমূলের অনেক লোকও আমাদের পাশে ছিল। এখন তারা আবার তৃণমূলে ফিরে গেছে। তারা মঞ্চে উঠে প্রমাণ করার চেষ্টা করবে যে সন্দেশখালির আন্দোলন মিথ্যা ছিল। কিন্তু আন্দোলন যে মিথ্যা ছিল না তা গোটা দেশের লোক জানে। আর আজও আমরা রাজপথে আছি।’
ౠওদিকে তমলুকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি প্যারা টিচারদের সংগঠনের নেতা। উনি তো তৃণমূলেই ছিলেন। সুজয় মাস্টার চাপের মুখে তৃণমূলে যোগদান করেছেন। আমাকে উনি ৫ দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেকথা জানিয়েছেন। মেসেজটি আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি ওনাকে বলেছি, হিন্দুবিরোধী কোনও কাজ করবেন না।’