ꦇ আরও একবার শতরানের একদম কাছাকাছি গিয়েও শতরান হাতছাড়া হয়েছে যশস্বী জসওয়ালের। প্রথম ইনিংসে বিরাট কোহলির সঙ্গে ভুলবোঝাবুঝিতে তিনি আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও শতরানের দিকেই এগোচ্ছিলেন এই বাঁহাতি ওপেনার। করেছিলেন ৮৪ রান। কিন্তু একটা শর্ট লেন্থ ডেলিভারি খেলতে গিয়েই তিনি আউট হলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হল।
﷽আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
কামিন্সের বলে শিকার যশস্বী-
꧒যশস্বী জসওয়ালকে একটা বাউন্সার দেন অজি অধিনায়ক প্যাট কামিনস। শর্ট বলে শট খেলতে চেয়েছিলেন যশস্বী, কিন্তু তা মিস হয়ে যায়। এরপর সেই বল উইকেটরক্ষক ক্যাচ নিতেই আউটের আবেদন করেন। খালি চোখে দেখে মনে হচ্ছিল, সেই বল যশস্বীর গ্লাভসে লেগে দিক পরিবর্তন করেছে। যদিও স্নিকো মিটারে দেখা যায়, কোনও ওয়েভ নেই।
🅘Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
প্রযুক্তির দিক থেকে নটআউট ছিলেন যশস্বী-
💞অর্থাৎ টেকনোলজির দিক থেকে যশস্বী জসওয়ালের আউটের কোনও প্রমাণ ছিল না। কিন্তু থার্ড আম্পায়ার স্নিকো মিটারে নটআউট দেখার পরেও আউটের সিদ্ধান্ত দেন, যার ফলে শতরান হাতছাড়া করেই সাজঘরে ফিরতে হয় যশস্বীকে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অনেকের মনেই বিরোধিতা আছে, তবে রোহিত শর্মা অন্য কথাই বলছেন।
রোহিত বলছেন, টাচ লেগেছিল-
🐼ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। তখন তাঁকে যশস্বীর আউট নিয়ে প্রশ্ন করা হয়, কারণ সেটাই কার্যত টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে যায়। যশস্বী উইকেটে থাকলে ম্যাচটা ড্রও হতে পারত। তখনই রোহিত শর্মা বলেন, ‘স্নিকোমিটারে ওটা দেখা যায়নি, কিন্তু খালি চোখে দেখে মনে হচ্ছিল একটা স্পষ্ট ডিফ্লেকশন (ছোঁয়া) রয়েছে। স্বাভাবিকভাবে দেখলে মনে হবে, বলটার সঙ্গে যশস্বীর ছোঁয়া লেগেছে। কিন্তু অধিকাংশ সময়ই আমাদের ভুল সিদ্ধান্তের দিকেই থেকে যাই ’।
ব্যর্থ হল জসওয়াল-নীতীশের লড়াই-
൲এখনও পর্যন্ত এবারের বর্ডার গাভাসকর সিরিজে ভারতের হয়ে সব চেয়ে বেশি রানের মালিক দুই যুব ক্রিকেটার। প্রথমেই রয়েছেন যশস্বী জসওয়াল, যিনি একটি শতরান পার্থে করেছিলেন। এই টেস্টে জোড়া অর্ধশতরান করেছেন। আরেকজন নীতীশ কুমার রেড্ডি, যিনি এই টেস্টে শতরান করেছেন। তবে দুর্ভাগ্যবশ দুই ক্রিকেটারের মেলবোর্নের লড়াকু ইনিংসই দাম পেল না বাকি ব্যাটারদের ব্যর্থতায়।