🐓 অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন গ্লোবস ২০২৫। দৌড়ে ছিল ভারতের ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট। কিন্তু এমিলিয়া পেরেজ ছবিটির কাছে হারল পায়েল কাপাডিয়ার ছবিটির। দেখে নিন বিনোদন জগতের অন্যতম এই সেরা পুরস্কার কে কোন বিভাগে জিতেছেন।
কী ঘটেছে?
🤪৮২ তম গোল্ডেন গ্লোবসে অ-ইংরেজি ভাষার মোশন ছবি বিভাগে এবার জয়ী হয়েছে ফ্রান্সের এমিলিয়া পেরেজ। এই বিভাগেই মনোনয়ন পেয়েছিল পায়েল কাপাডিয়া পরিচালিত ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট। কিন্তু আশা জাগিয়েও পুরস্কার জেতা হল না এই ভারতীয় ছবিটির। এই বিভাগে উক্ত দুই ছবির সঙ্গে মনোনয়ন পেয়েছিল আই অ্যাম স্টিল হিয়ার, দ্য গার্ল উইথ দ্য নিডিল, দ্য সিড অব স্যাক্রেড ফিগ, ভার্মিগলিও।
ဣসেরা পরিচালক বিভাগেও মনোনয়ন পেয়েছিল এই ছবি, কিন্তু তাতেও এল না জয়। পায়েল নন, সেরা পরিচালক বিভাগে পুরস্কৃত হলেন ব্র্যাডি কর্বেট তাঁর ছবি দ্য ব্রুটালিস্টের জন্য।
কে কোন বিভাগে পুরস্কার পেল এবারের গোল্ডেন গ্লোবসে?
সেরা অ-ইংরেজি ভাষার মোশন ছবি: এমিলিয়া পেরেজ
সেরা পরিচালক: ব্র্যাডি কর্বেট
🌞সেরা অভিনেতা মোশন ছবি - মিউজিক্যাল/কমেডি: সেবাস্তিয়ান স্ট্যান
🅷সেরা অভিনেত্রী মোশন ছবি - মিউজিক্যাল/কমেডি: ডেমি মুর
সেরা সাপোর্টিং অভিনেতা: কিয়েরান কালকিন
সেরা সাপোর্টিং অভিনেত্রী: জো সালদানা
সেরা স্ক্রিনপ্লে মোশন ছবি: পিটার স্ট্রাগান
টিভি সিরিজে সেরা অভিনেত্রী: জিন স্মার্ট
টিভি সিরিজে সেরা অভিনেতা: জেরেমি অ্যালেন হোয়াইট
টিভির লিমিটেড সিরিজে সেরা অভিনেতা: কোলিন ফ্যারেল
টিভির লিমিটেড সিরিজে সেরা অভিনেত্রী: জোডি ফস্টার
আরও পড়ুন: 🎶২০২৪ জুড়ে পরপর ফ্লপ! অক্ষয় বললেন, 'এটা প্রথম নয়, কিন্তু কঠিন পরিশ্রম করে যেতে হবে'
টিভি সিরিজে সেরা সাপোর্টিং অভিনেতা: তাদানবু আসানো
ౠটিভি সিরিজে সেরা সাপোর্টিং অভিনেত্রী: জেসিকা গানিং
টিভিতে সেরা কমেডিয়ান: আলি ওং