🀅 শাহরুখ খান এবং গৌরী খান ভিন্ন ধর্মের হলেও, তাঁদের সম্পর্ক বা বিয়েতে সেটা কখনই কাঁটা হয়ে দাঁড়ায়নি। উল্টে দুজনে বিয়ের পরও নিজ নিজ ধর্ম নিজেদের মতো করে পালন করেন। কিন্তু এদিন একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে শাহরুখের সঙ্গে মক্কায় গেছেন গৌরী। পরনে হিজাব। তবে কি তিনি ধর্ম বদলালেন? আসল সত্যটা কী?
আরও পড়ুন: '🌳মা ভাবত ওগুলো...' ছেলের সমস্ত অ্যাওয়ার্ড রহমানের মা তোয়ালে মুড়ে রাখতেন! কেন?
কী ঘটেছে?
🐻এদিন বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শাহরুখ গৌরী হজ করতে মক্কায় গেছেন। একই সঙ্গে এটাও রটেছে বিয়ের ৩৩ বছর পর নাকি ধর্ম বদলেছেন গৌরী। কিন্তু ফ্যাক্ট চেক করতেই জানা গেল আসল সত্য। এই ছবিগুলো মোটেই সত্য নয়। বরং এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI দিয়ে বানানো।
♍এই বিষয়ে জানিয়ে রাখা ভালো শাহরুখ খান এবং গৌরী খান ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হিন্দু রীতিনীতি মেনেই তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। এরপর ১৯৯৭ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান, বড় ছেলে আরিয়ান খানের। ২০০০ সালে ভূমিষ্ট হন সুহানা খান। এবং ২০১৩ সালে জন্ম হয় আব্রাম খানের।
🌼বিয়ের এত বছর ধরে শাহরুখ এবং গৌরীকে নানা সময় নিজেদের ভিন্ন ধর্মের মধ্যে বিয়ে হওয়া সত্ত্বেও কীভাবে তাঁরা সবটা ব্যালেন্স করে চলেন সেটা বারবার জানিয়েছেন। কফি উইথ করণের একটি শোতে গৌরী খান একবার জানিয়েছিলেন শাহরুখ কখনই তাঁকে শর্ত দেননি যে তাঁকে বিয়ে করতে হলে গৌরীকে ধর্মান্তরিত হতে হবে। তিনি তাঁর নিজের মতো করে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করেন। তাঁদের বাড়িতে যেমন ধুমধাম করে দিওয়ালি উদযাপিত হয় তেমন ভাবেই ইদ পালন করা হয়। দিওয়ালির সমস্ত দায়িত্ব থাকে গৌরীর কাঁধে, আর ইদের দায়িত্ব নেন শাহরুখ।
🔜শাহরুখ নিজেও একাধিকবার জানিয়েছেন যে তিনি তাঁর সন্তানদের সবসময় বলেন যে তাঁরা আগে ভারতীয়। মানবিকতা, মনুষ্যত্বই আসল ধর্ম।
আরও পড়ুন: ཧনিজেই নিজের রেকর্ড ভাঙলেন দেব! প্রজাপতিকে টপকে গেল খাদান, ১৭ দিনে ঘরে কত তুলল ছবি?
ꦚফলে সম্প্রতি যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো ফেক। শাহরুখ এবং গৌরী এখনও যাঁর যাঁর নিজের ধর্ম নিজের মতো করেই পালন করেন।