বৃহস্পতিবার সকালেই জোয়া আখতার একটি ছব🍰ি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, বুধবার রাতে আখতার বাড়িতে একটি গ্র্যান্ড সেলিব্রেশন হয়। একসঙ্গে কেক কাটেন পরিবারে তিন সদস্য। অভিনেতা ফারহান আখতার, ফারহা খান এবং ফারহানের শ্যালিকা অনুশা দাণ্ডেকর একই দিনে জন্মদিনের কেক কাটেন।
বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় জোয়া যে ছবিটি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে, অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার বসে রয়েছেন সোফায়। ফারহান পরে রয়েছেন একটি কালো রঙের টি-শার্ট। ফারহানের বাঁদিকে বসে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা তথা কোরিওগ্রাফার ফারহা খান। সম্পর্কে ফারহানের মাসির মেয়ে ফারহা। ফারহানের মা হানি ইরানির দিদি ফ𒐪ারহার মা মেনেকা ইরানি।
আরও পড়ুন: হৃতিকের আসল পদবিই নয় রোশন! নায়কের পরিবারের অজানা গল্প নিয়ে নে⭕টফ্লিক্সের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’
আরও পড়ুন: দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জলেস,অল্পে♊র জন্য প্রাণে বাঁচলেন নোরা! আতঙ্কের ঘোর কা🐠টেনি
ভাইরাল ছ🍃বিতে দেখা যাচ্ছে, ফারহানের ডানদিকে বসে রয়েছেন শ্যালিকা অনুশা। জামাইবাবুর সঙ্গে ম্যাচিং করে জামা পরে রয়েছেন অনুশা। তিনজন𓆏ের সামনে রয়েছে তিনটি আলাদা আলাদা কেক। প্রথম কেকটি একেবারে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে, দ্বিতীয় কেকটি চকলেট কেক এবং তৃতীয় কেকটি ভ্যানিলা কেক। তিনটি কেকের ওপরেই তিনটি মোমবাতি জ্বলছে। পোষ্টটির ক্যাপশনে জোয়া লিখেছেন, জন্মদিনের শিশু, সব নম্বর ৯, থ্রিস কোম্পানি, হাম কেক খানে কেলিয়ে কাহি ভি যা সাকতে হে। ( দিল চাহাতা হে সিনেমার ডায়লগ)
জোয়ার এই পোস্টে কমেন্ট করে ফারহান লিখেছেন, ধন্যবাদ জোয়াজি (হার্ট ইমোজি)। এই পোষ্টের কমেন্ট বক্সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা বচ্চন, হুমা কুরেশি এবং সিদ্ধান্ত চতুর্বেদী। জোয়ার পাশাপাশি ফারহা একটি ভিডিয়ো পোস্ট💫 করেছেন যেখানে ফারহান জন্মদিনের উপহার খুলতে ব্যস্ত।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফারহান জন্মদিনের উপহার পেয়ে ভীষণ খুশি। জন্মদিনের উপহার হিসেবে ১৯৮১ সালের ঐতিহাসিক নাটক প্রান্তির একটি ডিভিডি পেয়ে আপ্লুত ফারহান সিনেমার টাইটেল ট্র্যাক গাইতে শুরু করেন। ভিডিয়োটি পোস্ট করে ফারাহ ক্যাপশনে 🔯লিখেছেন, আমার ছোট ভাইকে কি উপহার দেব যার সবকিছু আছে। তবে এই উপারে আমাদের ছোটবেলা লুকিয়ে রয়েছে। শুভ জন্মদিন।
আরও পড়ুন: ‘হলিউডে অনেকে মারাও গেছে এꦇই ডায়েটে’, ২৫ দিনে ১৬ কেজি ওজন কমাতে কী খেয়েছিলেন রোহিত?
আরও পড়ুন: ৩য় ব্যক্তির কারণে বিꦉয়ে ভাঙে ইন্দ্রনীল? বর﷽খার জবাব, ‘অনেক কিছু শুনেছি, সত্যি-মিথ্যে…’
প্রসঙ্গত, গতবছর ফারহা ইশক ভিশক রিবাউন্ডের টাইটেল গানের কোরিওগ্রাফি করেছিলেন। অন্যদিকে ফারহান অভꦑিনয় করবেন ১২০ বাহাদুর এবং ডন ৩ সি🍨নেমাটি পরিচালনা করবেন।