💧 প্রিয়াঙ্কা চোপড়া, শুধু বলিউড নয় সারা বিশ্বে এই অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে প্রযোজক হিসাবে দেখা মেলে নায়িকার। চলতিবার অনুজা ছবিটি অস্কারের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে। এই শর্ট নির্মাতাদের পাশে থাকতে বড় পদক্ষেপ প্রিয়াঙ্কার। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিয়েছেন তিনি। এই খবর জানিয়েছে ভ্যারাইটি।
অনুজা প্রসঙ্গে
ꦑঅনুজা হল একটি স্বল্পদৈর্ঘ্যের ভারতীয় সিনেমা। এই সিনেমায় একটি ৯ বছর বয়সী মেয়ের গল্প দেখতে পাবেন আপনি। মেয়েটি তার বড় বোন পলকের সঙ্গে একটি গার্মেন্টস কারখানায় কাজ করে। এই ভাবেই চলতে চলতে হঠাৎ একদিন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয় ওই ছোট্ট মেয়েটি, যার পর গোটা পরিবারের ভবিষ্যৎ পাল্টে যায়।
আরও পড়ুন: ♉‘জালিয়াতির’ অভিযোগ এনে বিপাকে, শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা
আরও পড়ুন: 🎉'মীরাকেল্ল'-এর পর আবার মৃন্ময়-মীর একসঙ্গে! বড় পর্দায় এবার হিরো ‘সিনেবাপ’, আসছে খাঁচা
অস্কার প্রসঙ্গে প্রিয়াঙ্কা
ܫসিনেমাটি অস্কারের জন্য মনোনীত হওয়ার পর প্রিয়াঙ্কা বলেন, সিনেমাটি এমন একটি বিষয়ের উপর নির্মিত হয়েছে যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশুকে প্রভাবিত করবে। যে শিশুরা নিজের ভবিষ্যৎ সম্পর্কে একেবারেই ভাবে না এবং পরবর্তীকালে কঠিন সমস্যার সম্মুখীন হয়, তাদের দেখা উচিত সিনেমাটি।
ﷺএই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আদম জে গ্রেভ্স। সিনেমাটি তৈরি করেছেন সালাম বালক ট্রাস্ট নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত পথ শিশুদের সহায়তা করে।
আরও পড়ুন:♒ হৃতিকের আসল পদবিই নয় রোশন! নায়কের পরিবারের অজানা গল্প নিয়ে নেটফ্লিক্সের ডকু-সিরিজ ‘দ্য রোশনস’
আরও পড়ুন:🌳 দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জলেস,অল্পের জন্য প্রাণে বাঁচলেন নোরা! আতঙ্কের ঘোর কাটেনি
অনুজা ছাড়াও অস্কারের দৌড়ে আর যে ভারতীয় সিনেমা রয়েছে সেটি হল ‘সন্তোষ’। সন্ধ্যা সুরি পরিচালিত এই সিনেমাটি হল একটি ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্র। এই সিনেমায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী, সুনিতা রাজওয়ার, কুশল দুবে, সঞ্জয় বিষ্ণোই সহ আরও অনেকে।
🐲তবে এই বছর অস্কারের দৌড়ে ছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। যদিও পরবর্তীকালে তালিকা থেকে বেরিয়ে যায় এই সিনেমাটি। সেরা ১৫-এর মধ্যে জায়গা করতে পারেনি ‘লাপাতা লেডিস’। অন্যদিকে পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি সারা বিশ্বে প্রশংসিত হলেও অস্কারের জন্য মনোনীত হয়নি।